একে একে সবাই যখন ফাঁকি দিচ্ছিলো,
সেই কবে — মনে নেই,
তোমাকে আঁকড়ে ধরলাম বুকে,
সাথে ছিপছিপে কলমখানি।
কি লিখতাম,মনে পড়লেই
ঠোঁটে ভেসে উঠে ঈষদ সলাজ হাঁসি,
কিছুটা অপারগতার চিহ্নও!!!
পাণ্ডুলিপি কাছে নিয়ে স্থবির হয়ে
বসেছিলাম ধুসর অপরাহ্নের
স্তিমিত ভাব কেটে উঠার অপেক্ষায়।।
ধিরে ধিরে শিশির পড়ছিল,একটু একটু
করে ভিজে যাচ্ছিলো,
অবহেলায় বা অতি যত্নেই হোক
পাশে রাখা স্বর্ণাক্ষরে সজ্জিত
ডায়েরী খানা।
বিষাদের পাখীটা ডানা ঝাঁপটিয়ে
নিভিয়ে দিয়ে যায় সন্ধ্যাপ্রদীপ।।
অন্ধকার ছাপিয়ে গেলো কুয়াশা থেকে
দূর কুয়াশায় আরও।।
সব গল্প এখানেই ফুরিয়ে যাবে,
শুধু আমি কলঙ্কিত হয়ে পড়ে র'বো
ধুসর পাণ্ডুলিপিতে।।