প্রতিশ্রুতির জোয়ারে ভাসছে দেশ,
সজ্জিত ব্যানার ওড়ে বৈশাখী হাওয়ায়,
গুমোট আকাশে ফানুসের আলোয়
আঁচল জুড়ে থাকে সারথির স্বপ্ন'রা।
কাক ডাকা স্নিগ্ধ ভোরে ওরা আসে
নির্বাচনী ইশ্তেহারের পশরা সাজিয়ে,
নীরবে স্তুতি বাক্যের বেজন্মা গিরগিটি
পায়চারী করে আমার আপাদমস্তকে।
আদর্শের মোড়কে চকচকে প্রার্থীরা
চোখে এনে দেয় ধবল জ্যোৎস্নার রাত
অদৃশ্য হাতে টুটি চেপে ধরে রেখেছে
দ্বিধাহীন ভাবে হাতে রাখে হাত।
কেন তোমার এই নিঃশেষে নতজানু,
বুঝে যাই আমরা অসহায় জনতা;
যতই উড়াও ভ্রাম্যমান প্রতিশ্রুতি,
শিরদাঁড়া বেয়ে চলে অতঃপর নির্জনতা।