নিশ্চিত করে বলছি-
যদি আবার জন্ম নিতে কাদা মাটির
পাঁজর ফুঁড়ে অস্থির এই কাল সময়ে,
তৈরি হত শত শত কবি নজরুল,
তোমার কালজয়ী দ্রোহের আঁচে ।
খুন হয়ে যেত স্বৈরাচারী ক্যাকটাস সদৃশ সমাজ,
শুধু একবার তোমার ঐ শান্ত চোখে তাকিয়েই;
কবি- এতোটুকু ছোঁয়াও পাইনি তোমার,
তব অন্তরে বাজায় কে নিঠুর মরমীয়া বাঁশি;
অন্যায় অবিচার রুখতে প্রতিশ্রুতিবদ্ধ আমি
তুষের আগুনের অনির্বাণ বুকে জ্বলে ধিকিধিকি।
হাত দিয়ে কভু মালা পরাইনি যারে
ভুলিনাই, ভুলিনাই তবু এতটুকু তারে;
সাম্যের গান গেয়ে তুমি অহর্নিশ প্রেম শিখিয়েছিলে,
প্রেয়সী হবার সাধ জাগে মনে তোমায় ফিরে পেলে।
এখনও আকাশ কাঁপে, বাতাস চকিতে স্তম্ভিত হয়,
যখনই রণাঙ্গনে ছন্দে ছন্দে বিদ্রোহী সুর বয়।
অবচেতনের চেতনায় বসে আছো বিদ্রোহী বেশে,
আঁধার নামে সন্ধ্যার আগেই ঝাঁকড়া কালো কেশে।