তখনো অস্তে যায়নি পূর্ণিমার চাঁদ
সদ্য ফর্সা ধরণী।
কেউ পাড় বাঁধে, কেউ পার খোঁজে
জীবন-জীবিকার সারাবেলার।
গৃহবন্দি যাযাবর আমি-তুমি আমরা সবাই
চড়ুই এর মত চড়ে বেড়াই এখানে সেখানে।
হারিয়ে যেতে পারি, কিন্তু হারাবো না
সুন্দরের খোঁজে লাফিয়ে চলব খরগোসের মত।
জীবন মাঝে মাঝে সুন্দর শরতের আকাশের মত
কদাচিৎ বর্ষা এলেও সেও বা মন্দ কী!