একটি বিড়ালছানার আর্তনাদ,
তার তীক্ষ্ণ কান্নার স্বর,
ভেসে আসছে ওপাশ থেকে ;
হয়তো পিড়িত হচ্ছে সে -
তারই কোন সবল স্বজাতির
উদ্ধত প্রবল হাতে।
অসহায়, নিপীড়িত
আজ শুধু ঘৃণাই তার সম্বল ;
আর কিছু করবার শক্তি হয়তো নেই,
কিন্তু একদিন সেও বড় হবে
আর সেই উদ্ধতের -
প্রবল শক্তিও হবে ক্ষয় ;
হয়তো সেদিনই - প্রতিশোধের দিন
ঠিক করে রেখেছে - সে মনে মনে।