একলা একলা পথ চলা
        সূর্য মামার উদয় হতে হয় না বেলা,
চারি দিকে মনোরম প্রকৃতির দৃশ্য
                          মন কে করে স্পর্শ।


   একটু ঠান্ডা একটু কুয়াশা
        একলা পথে নিজেই হয়ে আছি দিশেহারা,
   বাসেতে ভিড় ঠাসা
          সিট পাওয়ার নেই কোনো আশা।


বাসের সাথে ছুটে  সব কিছু
            সব রয়ে যায় আমার পিছু ,
একলা পথ চলা
         থাকবে না কোনো ছলাকলা।


  মুক্তোর মতো রাখবো হাসি
                 সকাল বিকেল দিবানিশি,
যাচ্ছি নিজের গন্তব্যের স্থানে
আমার আমি এখন একলা থাকতে জানে।