মাটির দূর্গা গড়তে সকলে লাখ লাখ কোটি কোটি কত না টাকা ঢালছে কিন্তু বাস্তবে কত দূর্গা ধর্ষণ হচ্ছে, আগুনে পুড়িয়ে মরছে তার খবর কেউ রাখে না আর রাখলেও দুইদিনের জন্য মাত্র, তার পর যা কার তাই।


মা দূর্গাকে মহাশক্তির আঁধার বলা হয়, আর বাস্তবে সেই দূর্গাদের দুর্বল মনে করে সবসময় তাচ্ছিল্যের পাত্র করে রাখে।


ছেলেদের ত্রুটি দোষ নামক শব্দ বলে কিছু হয় না তারা স্বাধীন ভারতের স্বাধীনতার অধিকারী কিন্তু এই স্বাধীন ভারতে পরাধীন হয়ে আছে কতশত দূর্গা।


এই শত শত দূর্গার জন্য মানুষের সৃষ্টি কিন্তু এই দূর্গার কোলে ছোট্ট দূর্গার জন্ম হলেই অধিকাংশ মানুষের মুখ বিকৃত।


এই দূর্গাদের মাঝে লুকিয়ে অভাবনীয় শক্তি কিন্তু এই শক্তির চমৎকারিত্ব এর কথা দমিয়ে রেখেছে এই সমাজ ও মানুষের কটূ কথা।


যেখানে নারী প্রতিমা জাকজমক করে পবিত্র মনে সেখানে সেই নারী কে প্রত্যেক মাসে একবার হলেও শুনতে হয় সে অপবিত্র।


বাস্তবের দূর্গাদের যদি মাটির দূর্গার মতো আদর, ভালোবাসা, সম্মান দেওয়া যেত তাহলে প্রতিনিয়ত বের হত না সংবাদ পত্রে ধর্ষিতা, অত্যাচারী, কন্ঠিত, সুইসাইড নামক শব্দ গুলো।