চারিদিকটা ঝাপসা লাগে
চোখ ভরা কুযাশাচ্ছন্ন সকাল,
পিছন ফিরে বার বার তাকাই
সামনে পথ হয়েছে তাই আকাল।


স্মৃতির মাঝে হারিয়ে হারিয়ে
নতুনের হয়নি মনে-কোঠায় ঠাঁই,
সময় নিজের ছন্দে পেরিয়ে যাচ্ছে
জীবন দাঁড়িতে রয়েছে দাঁড়াই।


বসন্ত টাও এসেছিল একদিন
নরম রৌদ্রের ফাঁকে,
সেই রৌদ্র টা গ্রীষ্ম হয়ে
মনের মাঠে খন্ড খন্ড হয়ে ফাটে।


একদিন হয় তো সব ভুলে গিয়ে
শান্তির শরৎ তে আসবে নীল আকাশ,
নিঝুম রাতে স্নিগ্ধ জ্যোৎস্নাই
মনের মলিনতা সব ভাসিয়ে দেবে বাতাস।