বিরহতে পেয়েছে যে ঠাঁই
সে কি আমার দাঁয়?
গিয়েছো যে তুমি ছেড়ে
বিরহের তির মেরে।


চেয়েছিলাম থেকে যেতে
তোমার মনের এক কোণে,
তুমি তো থাকতে দাওনি
তোমার ভুবনে।


বারংবার গিয়েছি তোমার কাছে
তোমাকে পাওয়ার জন্য করেছি উত্তপ্ত,
বারবার ফিরিয়ে দিয়েছো
তাও হয়নি যে আমি বিরক্ত।


ভেবেছিলাম তুমি
আসবে আমার কাছে,
কিন্তু ভাবনাতে তুমি রয়ে গেলে
আসলে না বাস্তবে।


আপন করেছে আমায় বিরহ
সেথায় বানিয়েছি ছোট্টো গৃহ,
সেখানেই আমার বসত,সেখানেই বাস
বিরহের আগুনে হতে চায় বিনাশ।