হারিয়ে যাবো অনেক দূরে,
দিশাহীন পথ ধরে।
আসবো না আর ফিরে,
চলে যাবো শিশির ভেজা ভোরে।


ডাকলেও পাবে না সারা  ,
না পেয়ে হবে দিশেহারা।
চোখের জলে হয় যদি বৃষ্টি,
তবুও আমার হবে না সৃষ্টি।


আঁখি যদি খোঁজে ,
সেই আঁখি জেনো অন্য তে মোজে।
আমার প্রতি হও জেনো বিরত,
কারণ অন্যের প্রতি হতে হবে আসক্ত।


তোমার জীবনে আসবে আবার সুখ,
মুছবে সব দুঃখ।
তুমি বাঁধবে সুখের ঘর,
তুমি হবে কারো বর।

তখন আমায় রাখবে কী আর মনে?
সে তো ঈশ্বর জানে।
আমি চাই তুমি থাকো সুখে,
অন্যের বুকে মাথা রেখে।


তাই হারিয়ে যাওয়া তারা বেশি,
ডাকছে আমায় স্বপ্ন নিশি।
আমি যাচ্ছি এবার হারিয়ে,
তোমার প্রতি রাখবো না আর মায়া বারিয়ে।


কান্না জেনো করো না,
আমায় মনে রেখো না।
নতুন কেউ কে খোঁজ,
তার ভালোবাসা তে নতুন হয়ে বাঁচ।