জোনাকিরা আসল কাছে
বুঝল আমার ব্যাথা,
কেমন করে লিখতে পারি
এমন ধরো ব্যাথা।

চারিদিকে আলো করে
রাখলো আমায় মাঝে
কান্না ভরা চোখে দেখি
তখন রাত দুইটা বাজে।

জোনাকিরা গান শুনিয়ে যায়
গুন গুন করে আমার কানে কানে ,
কেমন করে বলি তোমাদের
বেঁচে থাকার হারিয়ে গিয়েছে মানে।

সুখের কথা লেখার জন্য
জোনাকি বন্ধুরা করল অনেক জোর,
যখন আমি লিখতে বসি
তখন আমার ঘুম ভেঙেছে ভোর