তোমার হাত ধরে ছেড়ে ছিলাম বাড়ি,
আর তুমি  কি না করলে আমার সাথে আড়ি।


তুমি বলেছিলে অর্থের থেকেও ভালোবাসা দামি,
তাই ভালোবাসা কে টিকিয়ে রাখতে
হলে পালিয়ে চল আগামী।


তোমার কথা শুনে গিয়েছিলাম পালিয়ে ,
মা-বাবার সম্মান কে ধুলোর
সাথে দিয়েছিলাম  মিশিয়ে।


কিন্তু অর্থের অভাব ভালোবাসা  কে করলো গ্ৰাস,
আমাদের ভালোবাসা হতে লাগলো হ্রাস।


অভাবের কারণে হতে লাগলে তুমি খিটখিটে,
আমার ভালোবাসা আর লাগলো
না তোমার কাছে মিঠে।


অকারণে করতে লাগলে অত্যাচার,
আমি চাইতে পারছি না কারো কাছে বিচার।


তাও সব কিছু শয়ে ,তুমি থাকলে না আমার হয়ে,
গিয়েছিলে তুমি আমাকে ছেড়ে
রূপবতী মেয়ে পেয়ে।


ভাগ্যক্রমে আবার বাড়িতে পেয়েছি ঠাই,
সবাই এখন আমাকে বলে আমি কলঙ্কিনী রাই।