মানুষ বড়ো নির্লজ্জ প্রাণী
তারা ভালোবাসার জন্য কাঙাল,
বারবার প্রত্যাখ্যাত প্রেমিক-প্রেমিকা
চেষ্টা করতে থাকেই তাদের প্রেমকে পরিপূর্ণ করতে।
তারা ভয় পায় না কান্না করতে,
তারা ভয় পায় প্রিয় মানুষকে হারিয়ে ফেলার।
তারা নিজেদের মনকে ভাঙতে চায় না ভেঙে দেওয়া হয়,
তারা নির্লজ্জের মতো বারবার নিজের জীবনে তাকে ফিরে পেতে চাই।
কিন্তু আসে না ফিরে
ফিরে আসে না এটা বলা ঠিক হবে না,
ওরা ফিরে আসে অবশেষে,
যখন তাদেরও কেউ মন ভেঙে দেয়
তখন তারা ফিরে আসে।
মানুষ নিসঙ্গতাকে বড্ড ভয় পায়,
তাই তারা সঙ্গী ছাড়া হলেই ফিরে আসতে চাই।
যাকে একদিন সে লাঞ্ছনা, গঞ্জনা করে দূরদূর করে তাড়িয়ে দিয়েছিল,
তাকে আবার ফিরে পেতে চাই।
অপর প্রান্তের মানুষটিও ,
সবকিছু ভুলে গিয়ে তাকে কাছে টেনে নেয়।
নতুন করে বাঁচতে চাই তাকে নিয়ে,
কারণটা তো আগেই বলেছি
মানুষ বড়ো নির্লজ্জ প্রাণী।