আমার এই শহুরে জীবনে
১০০ টাকা পকেটে পুরে অস্থির লাগে
শেষ হলে সস্তি ;


আর মাইগ্রিন এর বেথায় পথ চলি ১৫ কিলোমিটার প্রতিদিন
ট্র্যাফিক এর গোঙানি আর হেল্পার এর চিৎকার কানে বাজে
মনে হয় যেন গান চাপা স্বরে... ;


কত মুখ ভাসে কত কথপোকথন
পাগলামি লাগে ফেলে আসা প্রতিটি ক্ষণ
তবু হাঁসি... হাঁসতে তো পারি !
প্রানভমোরা দিল আড়ি
এখানে জান্তব যান্ত্রব জীবন
হটছে পিছু হটেই যাচ্ছে হাতুড়ে কবির মন ।।