আজ তোমার মন
পৌষের উঠোন
দুধারে কলাবন
মাঝে ধোঁয়ার আভরণ


ধোঁয়াশা দেখো
বিহ্বল থাকো
রোদ ওঠে ধীরে
সম্বিৎ আসে ফিরে


আবার আসে পৌষের ভোর
কাটে না তোমার ঘোর
কলাবনে থাকেনা হারানো সুজন
তবু তোমার মানে না মন


বিহ্বল রবে কাল পরশু ফিবছর
ঘুরে ঘুরে আসবে পৌষের প্রহর
আর কত রবে তুমি আলবেলা
খেলনা হয়ে সু-জনের খেলা


তাও যদি মরমে তোমার
অবসর থাকে সুখ খোঁজার
মর্ত্যে তোমার জীবন বৃথা
স্বর্গ্যে হবে অমরগাথা...