হৃদয়ে বাধিছে সুর,হৃদয়ের অনুরণনে
কাননে ফুঁটিছে কুসুম, ভ্রমরের গুনজনে
গনন শোভিত হয়েছে, নীলের চাঁদরে
কৃষ্ণচূড়ার ডালে কোকিল,অনখ বন্ধনে।


বন্ধু তোমার জন্মদিনের উৎসবে
বাসন্তীকা এসেছে বুঝি প্রেমময় রূপে
ছড়িয়ে দাও সৌন্দর্য নবীনের উৎসর্গে
প্রবীনতার ম্লান হোক সজীবতার সৌরভে


বিশটি বছর পেরিয়ে হলো আজ
প্রজাপতির ডানা মেলে নিদারুণ স্বাদ
ভাগ্যের কালো রেখা মুছে রক্তিম ভাজ
লজ্জাবতী শিয়রে ওঠে দেখে তোমার লাজ


প্রাম্ভর হতে প্রান্তর পূণ্যের গণনা
কি হবে পোষণ করে অতীত যাতনা?
বাঁচার জন্য এসেছো তুমি করুনা
অসীমের মাঝে ক্ষুদ্র, তবু অনন্যা


আমাদের এই জীবনে আমাদের পরিপার্শ্বে
তোমার ভূমিকা দেয়ালে রোহিত আছে
তোমার এই জন্মদিনে,এই শুভ্রক্ষণে
তুলনাহীন তুৃমি,তানপুরার তারে বাজে।।