তোমাকে দেখলে আমার ঠোঁট দুটি বন্ধ হয়ে আসে
আমার কথার বলার শক্তি লীন হয়ে যায়
কী যেনো একটা বলতে এসেছিলাম
আমি ভুলে যাই
কেবল তাকিয়ে থাকি
তাকিয়ে একবার ভেতরে প্রবেশ করি, একবার বাহিরে
কিন্তু চোখের বাইরে সবই তো বহিঃনগর
তবে চক্ষু দুটি কোন অন্তঃপুরে যাত্রা করে
সে কথা আমি জানি না
তবে উভয় নগরীর বাসিন্দা যে তুমি
তা আমি বেশ জানি
কেবল তুমি মানতে চাও না
আমায় দেখে তোমার হাঁসি পায়
তুমি হাঁসতে চাও না
কী যেন বলতে এসেছিলাম
আমি ভুলে যাই
তুমি বুঝেও বুঝতে চাও না
আমাকে নিয়ে তোমার উড়ার সাধ জাগে
কেবল সাহস পেয়ে উঠোনা
আমার আবেশে তোমার হৃদ স্পন্দন বেড়ে যায়
তুমি বিশ্বাস করতে চাও না
তোমাকে আমার কিছু বলতে মন চায়
আমি ভুলে যাই
কেবল তোমার ঐ শুভ্র তনুর পানে চেয়ে থাকি
আমি সমাধান করতে পারি না
কেবল তোমাকে দেখব না কিছু বলব
আমার ব্যাথ্যায় সবচেয়ে বেশি দুঃখ তুমিই পাও
নীরবতা যখন আমাকে গ্রাস করে
তখন সে ক্রন্দন আমি শুনতে পাই
আমার প্রয়াণে তোমার ক্রন্দনে
ভাসবে আমার অন্তিম
সে তুমি, কেবল তুমি যে হবে রক্তিম
আমি জানি, তুমিও আমাকে কিছু বলতে চাও
বাতাস বিসৃরি ভাবে কেঁপে বলে ধেত্তেরি
আমি শুনতে পায় না তোমার কথাগুলি
আমার অনেক কিছু বলার আছে তোমাকে
কিন্তু আমি ভুলে যাই
কী যেন বলতে এসেছিলাম
তুমি বুঝে নিও আমি কী বলতে এসেছিলাম....