সময়কে বৃত্তের মাঝে আটকে রেখেছি
তবুও লাগাম ছেড়া অশ্বের মত ছুটে চলেছে
জন্ম হতে মৃত্যু অবধি ।
আর আমি,
অষ্টপ্রহর ব্যাপি বসে আছি
বাঁচার মত বেঁচে থাকার প্রত্যাশা নিয়ে ।
জানি,
প্রত্যাশা আজ ইতিহাসের দেয়ালে টাঙানো অবলঙ ছবি;
নিঃশব্দ গোধুলির কাছে কৃষ্ণপক্ষের আঁধার;
টুকরো টুকরো মৃত্যু পৌনঃপুনিক ফিরে আসা ।
তবু কেউ সময়ের ব্যতিক্রম নয় ।