অনতিক্রান্ত দুরত্বের পথ যাযাবরের মত হাঁটছি
পৃথিবীর বুকে হোঁচট খেতে খেতে ।
মুখ গহ্বর জ্বালাময় হয়ে গেছে
ক্ষুধা সব দিশেহারা ।
কতদিন গেল ? কত মাস ? কত বছর, কত যুগ বা কত শতাব্দী ?
জানি না আমি । জানিবার ইচ্ছা কি ছিল কখনো ?
শুধু জানতাম আনমনে মন উঠে পড়ে তোমার জন্য ।


কেউবা উভচর কারো বিচরন সর্বব্যাপি
কেউবা তিলকে পুরোহিত ।
প্লাবিত হল সে পথে পা বাড়াবার
কিন্তু আমি কি তোমার প্রেমিক ?
উফ ! একটুও উষ্ণতা বোধ হচ্ছে না যেন ।
অসভ্য বেহায়া আমি তোমার পথেই বারবার লুটিয়ে পড়েছি ।
পৃথিবী সাম্প্রদায়িক । কারো বুকে জল বয়
কারো বুকে ঝড় বয় ।
প্রত্যাশার অবহেলায় ভক্তিমতির তীর্থযাত্রা ।