আমার মন ভাল নেই
কী এক অভাবের তাড়না প্রতিটি নিউরনে
এত উদ্বেগ, এত কৌতুহল আর
সংশয়ী পরিবারে বারবার ফিরে যাওয়া ।


লুকিয়ে লুকিয়ে কাঁদতে থাকি
তাই কি সংকোচ চোখের জলের
প্রকাশ্যে আসিতে চায় না ।


আমার মন ভাল নেই
কী এক অদ্ভুদ চিন্তা মাথায় পাক খায়
সকল দৃষ্টিসীমায় ফিরে আসে
আপোষহীন কষ্টের পঙক্তিমালা ।


ভরা অমাবশ্যায় ছেয়ে গেছে
সম্ভবনার সকল আলো
ঝাপিয়ে পড়ে ক্রমাগত নিচে নেমে যাওয়া ।


আমার মন ভাল নেই
মন ভাল হবে কিসে ?
নুয়ে পড়া দেহটা ক্লান্তি নেয় শুষে ।
তাহলে কি সকল সুখ থেকে যাবে "সম্ভাবনাময়" ?