অপেক্ষায় রেখেছি সময়
আকাশে মেঘ তবু পথ চেনা যায়
বৃষ্টি আমায় দেখে দুহাত বাড়ায় ।


কোন এক অতৃপ্ত লহমায়
আমি হাটি, কে যেন একাকী দাঁড়ায়
দিব্যি দিয়ে সে নিষ্ফলা কথায় ।


সময় কাঁদে করে হায় হায়
থমকে গেছে তরি বেলা অবেলায়
গোধুলির মেঘ দুর সীমানায় ।


যা হবার তা নয়
পথের পরে পথ গজায়
সময় ছেঁড়ে দে ভাদ্র চেঁচায় ।


চেয়ে দেখি ডানে আর বায়
আস্বাদ চলে গেছে নেই অপেক্ষায়
তবু পথ চলি ধুলি মাখা পায় ।