দশাগ্রস্ত প্রেম পড়ে ছিল অশ্রুহীন হাহাকারের ফাঁদে
আমি প্রেমিক হতে পারি নাই;
আমার প্রেম নিস্ক্রিয় হয়ে ছিল ছাইমাখা বেহালার সুরে ।
বেদিল আমি তার ডাক বুঝতে পারি নাই
ইত্যাকার অজুহাতে এড়িয়েছি গভীরতা ।


এই শরত্‍ কেমন জাগিয়ে তুলেছে আজ
ফোঁটা ফোঁটা প্রেম চলে আসে শিরায়
এতদিন পরিচয়ই ছিল না এই নিদ্রাহীন আকাশে,
অনুঘটকেরা ঘটনার আয়োজন করেছে
শব্দ-ছন্দ-উপমায়
অতর্কিত বায়ুর আমন্ত্রনে ।
বিকেল সব ছায়া অবসাদ ফেলে
ভালবাসার কথা বলে;
অন্য কোন ব্যাকুলতা;


পরিকীর্ণ শূন্যতায় আবার বয়ঃসন্ধির আঠা লেগেছে,
অচেনা দৃষ্টিগুলোয় বিমূর্ত হাসির ফোঁয়ারা ফোটে
ইচ্ছাশক্তির অনুর্বর সমতলে ।
জিজ্ঞাসা করি নাই কিছু কোন খণ্ড কথা
অভিমানীর ভাষা বুঝে, ইশারা অনুধাবন করে
হৃদয় উন্মুক্ত ছিল তবু কারাবাসে ছিলাম ।


এই মুহুর্তেই ঢালু হয়ে নেমেছে প্রেমের উপত্যকা
আর তোমার কাছে এসেছি আমি অরন্য হয়ে
তুমি খরগোশের ত্রস্ত পায়ে সব প্রেম ঢেলে দাও আমার বুকে ।
আমি অস্থিরতা ভ্রম্যমান ভুলে
সে প্রেম আগলে রাখব হৃদয় পল্লবের মাঝে ।


একদিন পাখি হয়ে পুনর্জন্মলোভে
ভীড় বাড়াব এই ঘোর অজো পাড়াগাঁয়
সেদিনও প্রেমিকা হয়ে ফিরে চাই তোমাকে
ভাদ্রের তাল পাকা গরমে ।
আর শত শত নক্ষত্রে, মদির ঘ্রানে মোড়ানো প্রেম
অন্ধকারে বাতিঘর রুপে জ্বলে উঠবে;
এ তোমারি আবেশ প্রভাব প্রতাপ
আমি শুধু সহজ দ্রাবক তাতে ।