চলো পথ চলি
চলো কথা বলি।
যখন লোমশ কালো হাত চেপে ধরে টুটি
অন্ধকার থেকে জন্ম নেওয়া প্রেতাত্মা আসবে গুটিসুটি
চলো একসাথে জাপটে ধরি, দানবতো নয় ওরা চুনোপুঁটি।
তারপর চলো আড্ডা দিই
গল্পে গল্পে জীবনের শ্বাস নিই।
চলো বসি সবুজ ঘাসের ওপর গাছের ছায়ায়
কাটিয়ে দিই দুরন্ত কয়েক প্রহর সাঁঝের মায়ায়।
চলো পথ চলি
চলো কথা বলি।
যখন ময়ূরকণ্ঠী রাতে খুঁজে-ফিরে প্রিয়জন
ব্যথাতুর হৃদয়ে ফিরে আসে নীড়ে, পেরিয়ে অনেক আকাশ-বন
চলো একসাথে পাখি কে জানাই জীবনের আবাহন
তারপর চলো তার কণ্ঠেই গাই জীবনের গান।
চলো পথ খুঁজে পেতে পথ হারাই
শেকড়ের সন্ধান পেতে একসাথে দাঁড়াই।
চলো পথ চলি
চলো কথা বলি।
যখন বসন্ত আসবে না বলে কেড়ে নেয় যারা
কোকিলের কণ্ঠে গান
হৃদয় হাসবে না বলে স্তব্ধ করে দেয় যারা
চঞ্চল শিহরিত প্রাণ
চলো দখিনা দুয়ার দিই খুলি
রাধাচূড়ার ডাল ধরে কৃষ্ণচূড়ায় দুলি।
চলো নৌকা ভাসাই
চলো বৈঠা বাই,
অনেক সমুদ্রের জল ফেলে তীরে ফিরে যাই।।
চলো পথ চলি
চলো কথা বলি..............।