দুর্দান্ত, দুঃসাহসিক, দুর্দমনীয়
এই শব্দগুলো আর যায় না যুবাদের সাথে।
দুর্বল, দুর্নীতি, দুঃসময় তাদের চোখে
হাত গুটিয়ে বসে, রঙ চাখে অধরে।


সেই কবে শুনেছিলাম বিদ্রোহীর সুর
সেই সুর আজ বিলীন করে মত্ত প্রেমিক কুল।
প্রেম দিয়ে করতে জয় বুঝে শুধু নারীর মন
জাতি মাঝ দরিয়ায় হাবু-ডুব খাক, তাদের বৈরাগী মন।


রাত জেগে কবিতার খাতায় প্রেমেই বুদ বুদ
দিন যায় ক্ষমতার নোংরা পা চেটে - জিভ লোলুপ।
যুবা তুমি ভুলে গেছো অন্যায়কে না বলার
ভুলে গেছো মা’কে কথা দিয়ে আসা, হার না মানার।
ফিরবে তুমি নিয়ে অধিকার, মুখে ন্যায় বলার
ফিরবে তুমি ভালোবাসার কাছে দিতে জন্ম দুর্মর উত্তরাধিকার।