ভেদা  মাছ  তুমি  হারিয়ে  গেলে
নাকি লুকিয়ে আছো বাংলার বুকে,
তোমার  অস্তিত্ব পাই না খুঁজে
খালে বিলে আর পুকুরে ।
কত সহজে ধরা যেত তোমায়
পানিতে  হাত  দিলে ,
চুপ করে তুমি বসে থাকতে
যেতে না কোথাও পালিয়ে ।
তোমায়  পেয়ে  খুশি  হতো সবাই
বাবা মা আর ছেলে মেয়ে ,
নীরবে প্রাণ করে দিতে দান
খাদ্যরূপে মানুষের কল্যাণে ।
সরল, নম্র, শান্ত প্রকৃতির তুমি
কখনো করোনি চিৎকার- রাগ,
যেমন তেমন করে ধরলেও তোমায়
কাটা দিয়ে করনি আঘাত ।
তুমি শুধু একা হারিয়ে যাওনি
হারিয়ে গেছে আরো খইলসা-কাইকা
দেশি মাছ হয়েও বিদেশি হয়ে গেলে
পাই না পানি  ছাইকা ।
রূপকথার কাহিনীর মত না হয়ে  
এসো আবার  বাংলার খালে বিলে,
বাংলার খাল-বিল আবার প্রাণ ফিরে পাবে
তোমাদের খুব কাছে পেয়ে ।