হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
সোনার বাংলার রূপকার,
জাতির পিতা শেখ মুজিবুর রহমান
প্রিয় নেতা তুমি সবার ।
বজ্রকন্ঠে ভাষণ দিলে তুমি  
দাঁড়িয়ে গণ-মঞ্চে ,
অনুপ্রাণিত হয়ে দেশের মানুষ ঝাঁপিয়ে পরল
দেশ রক্ষার্থে স্বাধীনতার যুদ্ধে ।
স্বাধীনতা ও দেশ পেলাম,শান্তি পেলাম
পেলাম স্বাধীন দেশের পতাকা ,
দুর্ভাগ্যবশত তোমাকে চিরদিনের জন্য হারালাম
এটাই দেশ-জাতির জন্য  বড় শূন্যতা ।
দেশকে ও দেশের মানুষকে ভালবেসেছ
সুদূর পরিকল্পনাও স্বপ্ন নিয়ে ,
নর-ঘাতকেরা বাঁচতে দিল না তোমায়
হত্যা করল সপরিবার নিষ্ঠুর হয়ে।
সবার প্রিয় নেতা, ছিলে তুমি আপন
বাংলার  এই বুকে ,
তোমাকে  হারিয়ে বাংলার মানুষ
আজও  কাঁদে কষ্টে ও শোকে ।
কাঁদে আকাশ-বাতাস, কাঁদে পশু-পক্ষী
কাঁদে নদ-নদী, বনানী ও প্রকৃতি ,
কি করে তোমায় ভুলে যাব জাতির জনক
তুমি বাংলার  মহান স্থপতি ।
তোমার মত দক্ষ, আদর্শ, প্রিয় নেতার
জন্ম হবে না আর বাংলার বুকে,
বাংলার মানুষ আজও কাঁদে ধুঁকে-ধুঁকে
কাঁদে তোমার লাগি শোকে  ।
পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা ও যমুনার
তুমিই পথপ্রদর্শক ও ঠিকানা ,
তোমাকে হারিয়ে আজও কাঁদে বাঙালি
থামবে  কাঁন্না কখন, তা যে আজানা ।
এই বাংলার  বুকে  অমর  হয়ে  থাকবে
থাকবে  প্রতিটি  মানুষের  হৃদয়ে ,
সোনার  বাংলা  অবশ্যই  তোমার  আদর্শে
গড়ে  তুলবো  মোরা একসাথে ।