ভাবি যখন একলা বসে
একদিন মরতে হবে,
কেঁদে কেঁদে সবাই মিলে
রাখবে ঐ কবরে ।
কেমন করে থাকবো সেথায়
তিন হাত মাটির ভিতরে,
শ্বাস নিব কেমন করে
বন্ধ অন্ধকার ঘরে ।
এত সুন্দর গড়া দেহখানি
পচে গলে যাবে ,
মাংস খেকো পোকা-গুলো
কিলবিল করে খাবে ।
মৃত্যুর কথা মনে এলে হায়
ভীষণ লাগে ভয়,
অস্তিত্ব আমার  বিলীন হবে
এটা কেমনে সয় ।
দেহ থেকে বেরিয়ে যাবে
প্রাণটা কেমন করে,
চিন্তা করলে শরীর কাঁপে
মাথা শুধু ঘুরে ।
মনের মধ্যে মৃত্যুর চিন্তা
মৃত্যুর শুধু ভয় ,
ধীরে ধীরে বাড়ছে বয়স
কখন যেন কি হয়।
মরতে  আমি চাইনা কখনো
থাকবো না বদ্ধ কবরে,
বিধাতা কেন মানুষ সৃষ্টি করে
জীবনে রেখেছে মৃত্যুরে ।
মরণ যেদিন  দিনের  শেষে
আসবে সবার জীবনে,
মরতে না চাইলেও মরতে হবে
বিধাতার নিয়ম বিধানে।