এমন করে ওগো তাকিয়ে না তুমি
নয়ন দু'টি  মেলে ,
চোখের  ইশারায় ডেকো না আমায়
রূপের আগুন জ্বেলে ।
চোখ  দু'টি  তোমার  প্রেমের  সাগর
উঠছে  শত ঢেউ ,
আঁচল  দিয়ে  ঢেকে  রাখ  মুখ
দেখে না অন্য কেউ ।
মায়াবী  চোখের  চাহনিতে  তুমি
করেছ বিদ্ধ প্রেমের তীরে,
এমন করে  না ডেকে  আমায়
বাঁধ প্রেমের  ডোরে ।
নীল  আকাশে  শত কোটি  তারা
জ্বলছে  মিটিমিটি  করে,
জ্যোছনা রাতে জানালার পাশে বসে
চুপিচুপি দেখছি তোমারে।
কত বসন্ত  হায় পার হয়ে  গেল
কত ফুল গেল  ঝরে ,
মুচকি হেসে কাছে এসে একবার বল
ভালবাসি শুধু তোমারে ।
ডাকছ যদি তুমি চোখের  ইশারাতে
কেন কর এত অভিমান ,
জানতে যদি তোমার  জন্যে আমি
দিতে পারি আমার জান।
মেঘবর্ণ তোমার ডাগর চোখের চাহনি
করেছ পাগল আমাকে,
তাই বকুল ফুলের মালা গেঁথে এনেছি
পরিয়ে দেব গলে তোমাকে।