মাগো তুমি কোথায় আছ
খুঁজি শুধু তোমাকে,
স্মৃতির পাতায় স্মৃতি হয়ে আছ
ঐটাই কষ্ট আমার বুকে।
বিছানার পাশে প্রতিদিন বসে
ঘুম পাড়াতে আমাকে,
সকাল হলে মধুর কন্ঠে ডেকে তুলতে
দেখতাম হাসি তোমার মুখে ।
খাবার সময় সদাই দাঁড়িয়ে থাকতে
শুধু তুমি আমার পাশে,
সারা দিনের খোঁজ খবর  নিতে
হেসে তুমি দিনের শেষে ।
রোগশোকে ব্যথা-বেদনায় যখন
কাতরাতাম শুয়ে বিছানাতে ,
দিবা-রাত্রি মাতৃ সেবায় রেখেছ
পারি না তোমায় ভুলে যেতে ।
চোখের আড়াল হলে মাগো আমি
কি যে ব্যাকুল হয়ে যেতে ,
অনাহারে তুমি কাটিয়েছো রাত
থাকতে আমার অপেক্ষাতে ।
রাঁন্না ঘরে যখন রাঁধতে মাগো তুমি
করতাম খাওয়ার আবদার ,
চুপি চুপি করে বেশি খাওয়াতে
গালি খেতাম শুধু দাদার ।
খূঁজি তোমায় আজ ঘরে বাইরে
খুঁজি ঐ রাঁন্না ঘরে,
বিছানার পাশে খুজি তোমায় মাগো
খূঁজি খাওয়ার  টেবিলে ।
রোগে-শোকের সময়ে খূঁজি তোমায়
কোথাও তুমি  নাই ,
সবকিছু  তোমার স্মৃতি  হয়ে  আছে
কেমনে  খূঁজে  পাই।
সবকিছু  জেনেও তবু তোমায় খূঁজি
শয়নে, স্বপনে মনের অজান্তে ,
একদিন  তোমায় সত্যিই খূঁজে  পাব
স্বর্গধামে  সুখের রাজ্যে ।