দিন রাত শুধু ঝরছে বৃষ্টি
আছি বন্দি ঘরে,
কতক্ষণ থাকবো এমনি জানি না
বাহিরে যাব কি করে।
বারান্দায় দিয়ে করছি প্রায়চারী
হাটছি ধীরে ধীরে,
রিম-ঝিম করে ঝরছে বৃষ্টি
থামার লক্ষণ নাইরে।
ক্ষুধার জ্বালায় ঐ গোয়াল হতে
গরুগুলো করছে ডাকাডাকি,
ছাগল-ভেড়া নীরবে তাকিয়ে আছে
ভাবছে আজ উপাস নাকি।
পাখিগুলো সব ভিজছে হায়রে
বসে গাছের ডালে,
টুনটুনি পাখি শুধু খুঁজছে মধু
জবা ফুলে ফুলে।
মাঠ ভরা সব ধানের ফসল
দেখতে ভালো লাগছে,
পুকুর,ডোবা,খাল-বিল নদী সব
জলে ডুবে যাচ্ছে।
থামরে বৃষ্টি এবার থামরে তুই
মানুষের চিন্তা করে,
তোর কারণে অনেক গরিব দুঃখী মানুষ
থাকবে শুধু অনাহারে।
প্রয়োজন অনুসারে দাওগো বৃষ্টি
ধরনীকে সিক্ত করে,
সোনার ফসলে মাঠ ভরে যাবে
আনন্দ জাগবে অন্তরে।