বৃষ্টি
ফাদার পল পিটার কস্তা


ইচ্ছে করে উড়ে যায়
সুদূর নীল আকাশে,
এমন করে থাকবো কতক্ষণ
বসে জানালার পাশে।
সারাদিন ধরে ঝরছে বৃষ্টি
সূর্যের দেখা নাই ,
পল্লী বধূ ভিজে ভিজে
কলসি কাঁখে যায় ।
ছন্দের তালে কেমন ঝরছে বৃষ্টি
রিম ঝিম শব্দ করে,
খাল বিল পুকুর নদী সব
যাচ্ছে পানিতে ভরে।
ছোট বড় ছুটছে সবাই ঐ
হাতে জাল নিয়ে,
খুশীর জোয়ার বইছে তাদের
অনেক মাছ পেয়ে ।
সময় কাটে মোবাইল নিয়ে
বিছানায় শুয়ে শুয়ে,
তবু কেন লাগছে না ভালো
থামরে বৃষ্টি একটু সয়ে ।
লেখা পড়ায়  বসছে না মন
কি -যে করি এখন,
ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজে
কোথাও করি ভ্রমণ ।
থামরে বৃষ্টি এখন থামরে তুই
করিছ না আর জ্বালাতন
আমি যাব এখন তার কাছে
জানিস না তুই এখন।
এতক্ষণ ধরে বসে আছি আমি
অনেক ধর্য্য ধরে,
এখন কারো মানবো না বাধা
ঠেকাই দেখি কি করে।