স্বার্থ ছাড়া চলে না কেউ
এই জগত সংসারে,
স্বার্থের চাকায় ঘুরে মরে
একে-অন্যের দুয়ারে।
কাজ করে না স্বার্থ ছাড়া
লাভের হিসাব করে,
স্বার্থ হাসিল হলে পরে
নীরবে যায় সরে ।
সত্যের পক্ষে প্রতিবাদ নেই
স্বার্থ উদ্ধার কারণে,
ন্যায়-নীতি সব বিসর্জন দেয়
স্বার্থ টুকু অর্জনে ।
সুযোগ সুবিধা সবই নেবে
করবে না চিন্তা অন্যের,
নিজের স্বার্থের ব্যাঘাত হলে
দোষ দেবে পরের ।
তোষামোদ অযাচিত প্রসংশা যারা
ভুলায় মিষ্টি কথা বলে,
মনে রেখ তারা স্বার্থবাদী
কৌশলে পথ চলে।
স্বার্থ ছাড়া এই দুনিয়াতে
কেউ কারো নয়,
সব কিছুর পিছনে স্বার্থ আছে
সত্যিটা মানতে  হয়।
চিনি আর লবণ দখতে এক
পার্থক্য শুধু  স্বাদে,
এই সমাজে ভাল ও স্বার্থবাদী মানুষের
প্রকাশ পাই শুধু কাজে।