কোন বাগানের ফুল গো তুমি
কোন বাগানে এলে ,
একটুখানি হাসিতে তুমি
মনটা কেড়ে নিলে ।
কোথায় তোমার ঘর বাড়ি
ঠিকানা আমার অজানা ,
দূরে থেকে হাসলে তুমি
কাছে কেন আসলে না ।
হাসিতে তোমার মুক্তো ঝরে  
চাঁদও  লজ্জা পায়,  
এমন করে হেসো না তুমি
আমি পাগল হয়ে যায়।  
মনের কথা মনে রইল
ভাবছি বলব কি করে ,
কথা হলো না, দেখা হলো
দুঃখটা রইল অন্তরে।
কবে আবার আসবে তুমি
এই পুকুর পাড়ে ,
প্রেমের কথা বলবো তোমায়
সারা রাত ধরে ।
মনটা তুমি কেড়ে নিয়ে
একা চলে গেলে ,
তোমার মুখের হাসি দিয়ে
মনে আগুন জেলে দিলে ।
আগন্তুক হয়ে এসে তুমি
দিলে প্রেমের হাসি ,
তোমার প্রেমের হাসি আমার
হল গলার ফাঁসি ।
তোমার মুখের হাসি খানি
রাখবো বুকে ধরে ,
আবার যখন আসবে তুমি
বাঁধবো তোমায় প্রেমের ডোরে।