কান্না ও চোখের জলে বুক ভাসিয়ে
আমায় দিয়েছিলে কবর,
অনেক  মাস বছর পেরিয়ে গেল
নাওনি কোন খবর।
এত  নিষ্ঠুর হলে কেমন করে
আত্মীয়-স্বজন আপনজন হয়ে,
সোনার সংসার গড়ে তুললেও
সবই তো এসেছি দিয়ে।
ভুলতে পারি না তোমাদের কথা
দেখতে বড় ইচ্ছে হয়,
সারে তিন হাত মাটির কক্ষে কেমন আছি
দেখার দায়িত্ব তোমাদের নয়?
অন্ধকার ঘরে শুয়ে থাকি আমি
কোন আলো বাতাস নাই,
ক্ষুধা পিপাসা জ্বালা সহ্য হয় না
শুধুই কান্না যন্ত্রণা পাই।
ছোট্ট ঘরে আমি বহু বছর ধরে
শুয়ে আছি একই ভাবে,
কীটপতঙ্গের আক্রমণে কষ্টে আছি
কেমন করে তোমরা জানবে।
প্রতিদিন আমি চিৎকার করে ডাকি
এসো একটু আমার কাছে,
কবর থেকে আমায় তুলে নিয়ে যাও
রাখ তোমাদের পাশে।
যেখানে আমি একা শুয়ে আছি
সেখানে তুমিও একদিন আসবে,
সাড়ে তিন হাত মাটির কক্ষের যন্ত্রনা
সেদিন তুমি বুঝবে।
আমার ডাক কেউ শুনবে না জানি
আছি বলে আমি কবরে,
বন্ধিশালা থেকে কবে মুক্তি পাব
জানিয়ে দাও শুধু আমারে।