আদরের ছেলে মেয়ে আর যুবক যুবতীগণ
নিজেদের গড়তে করো না ভুল,
তোমাদের জীবন, ভবিষ্যৎ তোমাদের হাতে
ফোঁটাবে একদিন সুন্দর ফুল ।
ঘুমিয়ে আছে অন্তরে তোমাদের ভবিষ্যৎ এখন
ধরা দেয়নি তোমাদের হাতে,
নবরূপে সাজে আসছে নতুন সেই জগত
প্রস্তুত হও তাকে অভ্যর্থনা জানাতে।
দীর্ঘ পথের এমন তরুণ নবীন যাএী তোমরা
নতুন কন্ঠে ধরবে মধুর গান,
ভবিষ্যতে দেশের দক্ষ, যোগ্য কর্ণধার হবে
দেশের জন্য দেবে তোমাদের প্রাণ।
অধিক আগ্রহে দেশ অপেক্ষায় আছে চেয়ে
কদর্যময়ে জীবনটা করো না নিচ,
বপন করে যাও বিরামহীন ভাবে জীবন পথে
ন্যায় ও সৎ গুণের সকল বীজ।
বসন্ত ঋতুর ন্যায় সেজে উঠবে আমাদের দেশ
তোমাদের দক্ষ নেতৃত্ব পেয়ে ,
সুখে,শান্তিতে ও আনন্দে বাস করবে মানুষ
ভালবাসায় যাবে দেশ ছেঁয়ে ।
তোমরা তরুণ তোমরা নবীন তোমরা সজীব
দেশের মূল্যবান রত্ন ও সম্পদ,
ন্যায়-নীতি,সততা,আদর্শ দিয়ে দেশকে গড়ে
নিরাপদে রেখো,সরিয়ে দাও সব আপদ।