কালের রথে হয়ে সওয়ার,
জীবন পথে দিই পারি  
কল্পনা আর স্মৃতি নিয়ে,
পকেট আমার বেশ ভারী

চক্ষু যুগল বিস্ফারিত,
নুতন তারা যাই খুঁজে
মনের মাঝে সুপ্ত তারা
টিমটিমিয়ে যায় বুজে

কান পেতে রই আকাশ পানে
নির্ঘোষ যদি যায় শোনা
হৃদয়কে জোর করে বোবা
মিথ্যে মায়াজাল বোনা

অবশেষে ক্লান্ত হয়ে
রথের চাকা থামলো যেই
স্মৃতিভ্রংশ জরদ্গব
প্রাণী একটি হয়ে রই

কল্পনা আর নেই ঝুলিতে
জীবন যেন গড়ের মাঠ
বাহির ভিতর শুস্ক দুই ই
বলে না কেউ বালাই সাট