মানুষকে আঘাত করো
সে তোমার অনুগত হবে,
যতক্ষণ না তাকে কর্তন করছো-
কেবলই তাকে মানুষ পাবে,
উপকার-তা কল্পনা মাত্র।
আঘাতেই কেবল মিষ্টি আশা করা যায়।


গাছি যখন দক্ষিনহস্তে দা ধরে
মারে কোপের পরে কোপ
চেছে ছুলে যখন সাদাংশ বের করে
তখন সে সুমিষ্ট রস দেয়।


শুধু কি তাই  !  
শক্ত পোক্ত একটা গোঁজ,
আঘাতের পর আঘাত করে
খেজুর বৃক্ষে ঢোকানো হয়,
তখন শুধু রসই নয়-
পৌছে দেয় পাতিলের মাঝেও।
এ কেবল আঘাতেরই ফল।
রস পেতে আঘাত করো অবিরাম।


||
২২/১০/২০১৭ ইং
চরকুড়ুলিয়া,পাবনা।