ইচ্ছা বা আশাতে
হইনি তো বুড়ো আমি,
                বয়স যে আশির ঘরে ।


সময় যে চলে গেল
মন যেন বলে গেল
      এক পা তো মাটির গোরে। ।


মান প্রতিপত্তি
নেই তাতে ভক্তি
      খুঁজি এক অলির চরণ।


ঈমান আর ইবাদতে
ধর্মে ও কর্মে
       কাটে যেন বাকিটা জীবন।


লম্বা এ জীবনে
চাই না ভুবনে
       দামি গাড়ি, বাড়ি আর টাকা।


এত দিনে বুঝেছি
অনুধাবন করেছি
       সওয়াবের খাতা ই ফাকা।।  


||
09-09-2011