বেকার এক অভিশাপ মানুষের জীবনে
দাম তার থাকেনা মস্ত এ ভুবনে।
বাবা বলে অকর্মা , মা  বলে ভাত নাই
ছোট ভাইও খোটা দেয়,করো রোজগার আয়।


বড় ভাই ডেকে বলে কাজ কেন করোনা?
এক সাথে থাকলে যে সঞ্চয় হবেনা।
বোন বলে দাদাভাই সামনে তো ঈদ,
শাড়ি-চুড়ি-টাকা দাও,বাইনা বিহিত।


বউ বলে শাড়ি-বাড়ি-গাড়ি চায় আজ
না পেলে বাপের বাড়ি যাবো ফেলে কাজ।
কাজ নাই আজ তাই বেকার অভাবি
লাউ  গাছে বিষ কাটা দুঃখে তাই ভাবি।


ভাল কথা বললেও তার কোন দাম নেই
সত্য বা যুক্তি,এসবেও লাভ নেই।
সোজা কথা বললেও,কথা নাকি বাকা,
মন্ত্র তো একটাই, চায় সবে টাকা।


আজ মোর কাজ আছে,লাখ টাকা মাসে,
মা বাবা ভাই বিবি সবে ভালবাসে।
ভেবে আজ নাহি পাই,কি বলিব আর
মানুষের দাম নেই,দাম শুধু টাকার।।


||


০৯/০৭/২০১৭