নবি আমার মাথার তাজ আমার নয়ন মনি
ধরন‌‌ির বুকে  তিনিইসেরা সবাই মোরা জানি
জাহেলি আরব বর্বর জাতি,ছিলনা তাদের জ্ঞান
নুরের বার্তা আনলেন নবী,বাড়াতে তাদের মান


হেরার গুহায় থাকতেন বসে,রব তায়ালার ধ্যানে
মুত্তালিবের অনুসরন কিংবা যা ছিল মনে
পনেরো বছর পার হলে চল্লিশ যবে হয়
স্বর্গিয় দূত বার্তা নিয়ে,নাজিল হয় হেরায়


স্বর্গিয় বাণী প্রচার হল, মানুষ হল তারা
বর্বরতায় হিংস্রদেরকে হার মানাতো যারা
কেউবা আবার বাধ সাধলো,দ্বীনের নবীর তরে
অন্ধকারের দিন ফিরাতে আলোয় ফুক দিয়ে।


আলো সেতো খোদায়ী ধন,সাধ্য কার নেভায়
সাহায্যে যার রয়েছে দূত,ছয়'শ পাখা ভাষায়
অবশেষে শান্তি এল,  বিশ্ব মানবতার
বিশ্বময় ছড়িয়ে দিলেন, ধর্ম  মমতার।।


||
২০/০৮/২০১৭