কাল সকালে আমার ভীষণ ইচ্ছে হল আঁকতে
ক'টা ছবি এঁকেই ফেলি লকডাউনটা থাকতে  ।
সেই মত যেই কাগজ নিলাম নিলাম তুলি কালি
এমন সময় মাথা আমার লাগল খালি খালি !
কি আঁকা যায় কি আঁকা যায় জিন ভূতেদের ছাও
একটা নদী আঁকব নাকি পাল তোলা এক নাও ?
মাথায় একটা দৃশ্য এলো একটা দ্বীপের কূল
একলা খুকি দাঁড়িয়ে আছে দুলছে বুনোফুল ।
নীলচে রঙের আচড় দিলাম কাগজ খানার মাঝ
ঠিকঠিক ঠিক হয়নি শেখা  জল রঙের'ই কাজ ।
সব আয়োজন বিফল হল থাকল পড়ে তুলি
তখন আমি খুলতে গেলাম  ছন্দ ছড়ার ঝুলি ।
তবুও আমি আঁকিয়ে হবো আঁকব মায়ের ছবি
স্কেচ আর জলরঙেরও হবো আমি কবি ।