ঝা চকচক আলো ছিল
রোদ ছিল খুব কড়া
হঠাত করে রাগ গড়গড়
মেঘ পরীদের ছড়া ।
সাদা মেঘের বসত ভিটেয়
কালো মেঘের ভিড়
শনশন ধুলোর ঝাপট
ধূসর হল নীড় ।
ছোঁয় মাটি বাঁশের আঁটি
তুমুল বেগে খাড়া
কামলা কৃষাণ খেতের মাঠে
হয় যে দিশেহারা ।
বিজলি রানি ধমকি তালে
বজ্র ফুটায় খুব
আঁধার আলোর ঝলকানিতে
পানকৌড়ির ডুব ।
টুপ টুপ টুপ বৃষ্টি শেষে
ফর্সা হলে মেঘ
দুষ্টু খোকার কাঁধে থাকে
আম ভর্তি ব্যাগ ।