চার যুগ পেরিয়েছে পুষ্প কানন
সৌরভে ভরে দিয়ে প্রান্তর
আকাশের সাদা রঙ হৃদয়ে মেখে
ভালোবেসে কচিকাঁচা অন্তর।

জড়ো হয় প্রজাপতি উড়ে চারদিক
পাখিরাও  মেলে ধরে ডানা
মৈত্রীর সুশোভন উড়িয়ে নিশান
শোনে না তো পিছুটান মানা।

চারযুগ মানে উঁচু স্মৃতির চূড়া
শ্রম আর ফসলের চাষাবাদ
কত শত ফুল ফুটেছে হেসে
রঙধনু আবিরের আশাবাদ ।

#চারযুগ_মানে
#হুসাইন_দিলাওয়ার