তোমার তরে কিনবো চুড়ি কিনতে পারি না
তোমার মনের গহীন স্বরূপ চিনতে পারি না।


তোমার পাশে বসবো ভাবি বসতে পারি না
তোমার মনের জটিল হিসাব কষতে পারি না।


তোমার আঙুল ছোঁবো ভাবি ছুঁইতে পারি না
আমার মনের দ্বিধার পাহাড় নুইতে পারি না।


তোমায় অনেক বাসবো ভালো বাসতে পারি না
তোমার মনে আমার ফসল চাষতে পারি না।


অনেক কিছুই বলবো ভাবি বলতে পারি না
তোমার মনের তড়িৎ গতি চলতে পারি না।


তোমার সাথে হাঁটবো ভাবি হাঁটতে পারি না
তোমায় তো আর বারে বারে ঘাঁটতে পারি না।


সব পারি না আমিই কেবল না পারাটা আমি
তোমার কাছে সস্তা ভীষণ আমিটাই কমদামি।