খবর শোনার প্রহর গোনার দিন গিয়েছে চলে
হাঁক কমেছে ডাক পিয়নের গ্রাম আর মফস্বলে।


ম্যাসেঞ্জারে ম্যাসেজ আসে খবর আসে মেলে
চিঠির কথা হলুদ খামের অতীতটাকে ফেলে।


সাবেক দিনে আবেগ ছিল  চিঠির ভাঁজে ভাঁজে
কোথায় পাবো এমন আবেশ কর্পোরেটের ঝাঁজে?


ভীষণ রকম ব্যস্ত সবাই কে লেখে আর গদ্য
ডিভাইসমুখী এই জেনারেশন জন্মেছে যে সদ্য !
_________________
হাঁক কমেছে ডাক পিয়নের
হুসাইন দিলাওয়ার