আসত যদি একটা এমন কালবৈশাখী ঝড়
উড়িয়ে নিত পুড়িয়ে দিত দুখের যত খড় ।


আসত যদি একটা এমন কালবৈশাখী ঝড়
ঝড়-ঝাপটের তুমুল বেগে পালিয়ে যেত ডর ।


আসত যদি একটা এমন কালবৈশাখী ঝড়
যায় না উড়ে চাষীর কুড়ে কাঁপত না থরথর ।


আসত যদি একটা এমন কালবৈশাখী ঝড়
টুনটুনিদের ছোট্ট বাসা হইত দালান ঘর ।


আসত যদি একটা এমন কালবৈশাখী ঝড়
সুখের পরীর টাকা কড়ির পেতাম যদি বর ।


আসত যদি একটা এমন কালবৈশাখী ঝড়
নদীর ধারে কুঁড়িয়ে পেতাম স্বর্ণ-বালির চর ৷


আসত যদি একটা এমন কালবৈশাখী ঝড়
করত আলো আঁধার কালো সকল নারী-নর ।


আসত যদি একটা এমন কালবৈশাখী ঝড়  ।


------------