সেদিন ছিলাম সোনাঝরা দেশে,
দুই দুই আর কুড়ির অদ্ভুত সংখ্যার
অভিনব  মাস বছরে।
হাজার বছর পরে...
যেদিন অস্থি আমার মিশবে ধুলোয়
গাছবে তমাল গোরে
এই শহরের একটু দূরে শান্ত শহরতলি
মরা নদীর পাড়ে বসে
ভাববে নবীন কবি ।
সেদিনও কি কাব্য কলা রবে ?
নতুন কিছু আসবে বুঝি থাকবে পরিপাটি
উঠবে গড়ে শহর জুড়ে নতুন যিশুর ঘাঁটি  
যে বাতাসে শ্বাস ছাড়ছি
চলছি চেনা পথে
আমি ছাড়া এই পথটা কেমন রূপ নিবে ?
আসি যদি হাজার বছর পরে
দৈবিক কোন শক্তিবলে ঢাকার কোলাহলে ;
কোলাহল কি রবে...?


#হাজার_বছর_পরে