কত চাষি করে গেল কচি মন চাষ
হেসে গেয়ে কেটে গেল উনপঞ্চাশ।


উচ্ছ্বাসে পঞ্চাশ এলো সাদরে
ঢেকে দেই শৈশব স্নেহ চাদরে।


মৈত্রীর সেনাদল জ্বলে উঠো ফিক
ঝকমক আলোকিত হোক চারদিক।


বসুধায় কাঁদে শিশু বাজে বিউগল
তারা চায় স্নেহ প্রেম, চায় পেয় জল।


কত রাত পার হলে কত পথ গেলে
বোকা সব খোকাদের আঁখি যাবে মেলে?


বুঝে নেবে তারা এই পৃথিবীর ভিত্
সংঘাতে কেঁপে ওঠে বাজে রণ গীত!


আগামীর কবি যারা, যারা হবে মূল
হতে হবে শান্তির সাদা সাদা ফুল।


পৃথিবীকে গড়তে তাদেরই চাই
ভেদাভেদ ভুলে যারা ভাই হয় ভাই।