স্বর্গীয় দিন শুক্রবারে
মৃত্যু যেন হয়
এমন ছিল বাসনা তার
বক্ষে নাহি ভয় ।
কাব্য ছড়ার বরপুত্র
মৃত্যুজয়ী প্রাণ
ফাগুন ভোরে কাব্যপ্রেমী
গাইল শোকের গান ।
জীবন তাহার নাটকীয়
বাঁক নিয়েছে বহু
শব্দমালার উদগিরনে
ঝরেছে তার লহু ।
মোল্লা বাড়ির শান্ত ছেলে
পাখির মত মন
কর্ণফুলী তিতাস যেন
আস্ত দু' নয়ন ।
ইচ্ছে হতো উড়তে তার
খুঁজতো শ্যামল বন
সাম্যের গান গাইতো বলে
নামতো প্রহসন ।
মোল্লা বাড়ির মগ্ন কবি
আল মাহমুদ নাম
কাব্য ছিল সম্বল তার
কাবিন নামার দাম ।
গল্প ছড়া গান কবিতায়
রাজ্যসম খ্যাতি
বাংলা ভাষার অমর কবি
প্রোজ্জ্বল এক জ্যোতি ।