বেলা ফুরালে যেতে হবে
ছেড়ে বাড়ি গাড়ি,
তাইত বলি পাগল সবি
ছিনলাম না আসল বাড়ি।
পাগল তুমি পাগল আমি
পাগল ভবের সবে,
অন্তর চক্ষু খুলে দেখ
দেখতে পাবে তবে।


কেউ পাগল ক্ষমতা পেতে
লাশের মিছিল সাজিয়ে,
কেউ পাগল পীর বাবার
ঢুল তবলা বাজিয়ে ।
আজরাইল যেদিন আসবে কাছে
ক্ষমতা তোমার কোথায় রবে, 
পীর বাবার সাধ্য কি আছে
মৃত্যুর দূতকে রুখে দেবে
অন্তর চক্ষু খুলে দেখ
বুঝতে পারবে তবে


পাগল যেমন ঘুরছে ভবে
আপন বাড়ি ছাড়ি,
তোমার ভিতর হাজার পাগলের
আছে বসত বাড়ি।
নিত্যদিন মরছে মানুষ
কোথায় যাবে নেই হুস,
পাগলামি তোমার ছুটে যাবে
মৃত্যুর ফেরেশতা মারলে ডুস।
পাগল তুমি পাগল আমি
পাগল ভবের সবে,
অন্তর চক্ষু খুলে দেখ
দেখতে পাবে তবে।


আপনা জগত ঠিকই বুঝ
আল্লাহর হুকুম বুঝনা,
দাদা গেল বাবা গেল
আসল বাড়ি খোঁজনা।
একদিন তুমি ছাড়বে ঘর
সেদিন হবে সবি পর,
কোটি টাকার স্বপন দেইখা
হালাল হারাম না দেইখা
সুদে ঘুষে করলে টাকার পাহাড়
হারামের টাকা যাদের করালে আহার
তারা হবে একদিন পর।
পাগল তুমি পাগল আমি
পাগল ভবের সবে,
অন্তর চক্ষু খুলে দেখ
দেখতে পাবে তবে ।